নির্দেশনা

ব্লগ লিখার জন্য আপনাকে নিম্নোলিখিত কিছু নির্দেশিকা ফলো করতে হবে

বাংলা ভাষায় লিখতে হবে
ব্লগটি আপনাকে বাংলা ভাষায় লিখতে হবে এবং পরিমার্জিত ও সুন্দর শব্দ ব্যবহার করতে হবে । আপনার ব্লগটিকে মজার বানানোর জন্য আপনি শব্দে পরিবর্তন করতে পারেন তবে অশ্লীল বা কটূক্তি মূলক শব্দ বা ভাষা গ্রহণযোগ্য নয় ।
অবশ্যই প্রোগ্রামিং রিলেটেড হতে হবে
বাংলু ব্লগস যেহেতু ডেভেলপারদের জন্য তাই আপনার ব্লগগুলো প্রোগ্রামিং বা কোডিং বিষয়ে হতে হবে ।
ইউনিক এবং মজার হতে হবে
আপনার ব্লগটি অবশ্যই আপনার নিজের লিখা এবং ইউনিক হতে হবে, আপনি আপনার মতো করে এটিকে মজার বানাতে পারবেন উদাহারন স্বরূপ আপনি সকল ব্লগ সেকশনে গিয়ে দেখে নিতে পারেন ।
সর্বনিম্ন চারশত শব্দের হতে হবে
আপনি চাইলেই দু চার লাইনের লিখা লিখে পোস্ট করতে পারবেন না । কাজেই আপনার ব্লগটি অবশ্যই সর্বনিম্ন চারশত শব্দের হতে হবে যেখানে সুন্দর মতো আপনার বিষয়টির ব্যাখ্যা করতে হবে ।