বাংলু ব্লগস এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে পাঠকদের একটা মজার যাত্রার মাধ্যমে প্রোগ্রামিং শিখানো, কাজের আপনি যদি আমাদের ব্লগগুলো পড়েন সেটিকেই আমারা আপনার একটা ছোট্ট কন্ট্রিবিউশন হিসেবে নিবো ।
আপনি আপনার মজার অভিজ্ঞতা বা লার্নিং আমাদের সাথে শেয়ার করুন সে ক্ষেত্রে অবশ্যই আমাদের নির্দেশনা মেনে আপনার লিখা ব্লগ আমাদেরকে পাঠান ।
বাংলু ব্লগস এর যেকোনো ব্লগ আপনার যদি কাজে আসে এবং যদি মনে করেন যে এটি আপনার আরেক ডেভেলপার ভাইয়েরও জানা প্রয়োজন তাহলে অবশই সেটি শেয়ার করতে ভুলবেন না কিন্ত ।